Logo
সংবাদ শিরোনাম :
শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প আল্পনার সাত রঙে সেজেছে বিটিআরআই সড়ক কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে যুবদলের দোয়া মাহফিল সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মাধবপুর চা বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার সাংবাদিক তুহিন হত্যা‘র প্রতিবাদে কমলগঞ্জে মানব বন্ধন কমলগঞ্জে গলাকেটে ছাত্রদল নেতাকে হত্যা তীরের সাথে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা কমলগঞ্জে জুলাই গণঅভ্যূত্থান দিবসে আলোচনা সভা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার সড়ক দূর্ঘটনায় নিহত । কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন দারিদ্রতার বেড়াজালে বন্দী অনন্যার চিকিৎসক হওয়ার স্বপ্ন কমলগঞ্জে যুবতীর আত্মহত্যা সীমাহীন ভোগান্তিতে টমেটো গ্রাম বনগাঁও এর কৃষকরা চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনিয়মের অভিযোগ বাড়িতে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান

কমলগঞ্জে ৯টি ইউনিয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

রিপোটার : / ৫০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৩ ফেব্রুয়ারী রোববার দুপুর ১২ টায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক মনোনীত উপজেলার ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে কমলগঞ্জের উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নে গেলে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়াম্যান মো. আশিদ আলী ও সকল ইউপি সদস্য-সদস্যাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনধিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকলে মিলেমিশে কাজ করতে হবে। মাঝে মধ্যে ভুলক্রুটি হতে পারে, এত করে কেউ কাউকে দোষারোপ করবেন না। সবাই যদি এক থাকেন তাহলে ইউনিয়নের উন্নতি করতে পারবেন। আপনারা ইউনিয়নের মানুষের ভাল সেবা উপহার দিতেও পারবেন।
এদিকে রহিমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, পতনঊষার ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান অলি আহমদ খানকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মঃস্য অফিসার সাইদুর রহমান সিদ্দিকী, মুন্সীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারেকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা তালুকদার, শমশেরনগর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান জুয়েল আহমদকে দায়িত্ব বুঝিয়ে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়কুমার হাজরা. কমলগঞ্জ সদও ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল হান্নাকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা তথ্য ও য়োগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার মো: রকিবুল হক, আলীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজুকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো; আবদাল হোসেনেকে বুঝিয়ে দেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস, মাধবপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো: আসিদ আলীকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সুলেমান মিয়াকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি নবনির্বাচিত ৯ চেয়ারম্যানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শপথবাক্য পাঠ করান। একইদিন বিকেলে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

Share this:


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!