Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৌষের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিক কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক অনুষ্ঠিত  শ্রীমঙ্গল–কমলগঞ্জের ১১৩ গির্জায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যে বড়দিন পালিত তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ৪৬ বিজিবি হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন নারী-শিশু সুরক্ষা ও সামাজিক অপরাধ দমনে মাধবপুরে বিট পুলিশিং সভা

কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রিপোটার : / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাজু দত্ত ।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘হৈরোল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদমপুরস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, কুইজ কন্টেস্ট-২০২৫ এর বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কনথৌজম শিল্পীর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক আহমেদ। 

তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা ও গুণীজনদের সম্মাননা প্রদান তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও জ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তুলবে।”

শিক্ষক শান্ত কুমার সিংহ ও অয়েকপম অঞ্জু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লোকগবেষক আহমদ সিরাজ, খোইরম ইন্দ্রজিৎ ও জয়ন্ত কুমার সিংহ। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী, শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা। সমাজ ও শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে দুজন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা স্মারক উত্তরীয় প্রদান করা হয়। এরপর ‘কুইজ কন্টেস্ট-২০২৫’ পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা হৈরাল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন। 

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হৈরাল ফাউন্ডেশনের এই আয়োজন কমলগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!