কমলকন্ঠ ডেস্ক ।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ। বিকেল ৪ টার পর গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।
কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নং কার্যালয়ের তথ্য মতে, কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কৃষিমন্ত্রীর সহোদর ও কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬ শত ৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৭ শত ১২ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্ধী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭ শত ৩২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমানে আল ইসলাহ সমর্থীত প্রার্থী এম এ ওয়াহাব (বাল্ব) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৯ শত ৬১ ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে মোঃ আলমগীর চৌধুরী ( চশমা ) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯শত ৩৬ ভোট, মোঃ সিদ্দেক আলী ( তালা )প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩শত ২৯ ভোট ও সুনীল কুমার মৃধা (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৬শত ৪৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মুন্না রায় (ফুটবল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯শত ১৮ ভোট পেয়েছেন।
এদিকে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৭৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কিছু কিছু কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও চা বাগান অধ্যুষিত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।