কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জে নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ললিতকলা একাডেমিতে আয়োজিত এ সভায় সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
জনকল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং ডিনেট ও সিভিক এনগেজমেন্ট ফান্ডের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় তৃণমূলের শতাধিক মানুষ অংশ নেন।