jকমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বজলুর রহমান (৩২) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। ডাকাত বজলুর রহমান সদর উপজেলার বিন্নি গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে গ্রেফতার বজলু ডাকাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার( ১৬ নভেম্বর) বিকালে সদর মডেল থানার এসআই কাঞ্চন, এএসআই মাহবুব, এএসআই সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সমশেরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন গ্রেফতার বজলু ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি চৌকস দল সমশেরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার বজলু ডাকাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে