Logo
সংবাদ শিরোনাম :
শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প আল্পনার সাত রঙে সেজেছে বিটিআরআই সড়ক কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে যুবদলের দোয়া মাহফিল সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মাধবপুর চা বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার সাংবাদিক তুহিন হত্যা‘র প্রতিবাদে কমলগঞ্জে মানব বন্ধন কমলগঞ্জে গলাকেটে ছাত্রদল নেতাকে হত্যা তীরের সাথে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা কমলগঞ্জে জুলাই গণঅভ্যূত্থান দিবসে আলোচনা সভা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার সড়ক দূর্ঘটনায় নিহত । কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন দারিদ্রতার বেড়াজালে বন্দী অনন্যার চিকিৎসক হওয়ার স্বপ্ন কমলগঞ্জে যুবতীর আত্মহত্যা সীমাহীন ভোগান্তিতে টমেটো গ্রাম বনগাঁও এর কৃষকরা চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনিয়মের অভিযোগ বাড়িতে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান

করোনা কালে শ্রীমঙ্গলের এক স্কুলে চাষ হচ্ছে নানান সবজী

রিপোটার : / ৮৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। করোনায় কালে বন্ধ থাকার কারণে শ্রীমঙ্গল সিন্দুরখান হাজী আব্দর গফুর স্কুল এন্ড কলেজের মাঠে ও পরিত্যাক্ত জমিতে শিক্ষকরা চাষ করেছেন মৌসুমী সবজী। ইতিমধ্যে এই সবজী উত্তোলনও শুরু হয়েছে। আর ব্যাতিক্রমী এ উদ্যোগের ফলে উপজেলা জুড়ে সুনাম কুড়ানোসহ অনুকরনীয় হয়েছেন তারা।
বিষয়টি নজর কারে জেলা কৃষি বিভাগ ও আর্šÍজাতিক বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটের কর্তৃপক্ষসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের।
লাল তীর সীড এর উদ্যোগে বুধবার ১৬ সেপ্টেম্বর এই ব্যাতিক্রমী সবজির মাঠ পরিদর্শনে আসেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ লুৎফুল বারী, মাল্টিমোড গ্রুফের পরিচালক তাজওয়ার এম আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিয়ন মুনালিসা সুইটি, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, লালতীর সীড এর বিভাগীয় পরিচালক তাপস চক্রবর্তী ও আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ গোলাম আজম।
এ সময় এ সবজী চাষের মুল উদ্যোক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে এলাকার কৃষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাকদের দিয়ে অনুষ্ঠিত হয় এক অবহিতকরণ সভা।

সভায় বক্তারা বলেন, কৃষি চাষে এটি একটি অনুকরনীয় দৃষ্টান্ত। এতদঅঞ্চলে বৃহৎ আকারে স্কুল কৃষি এটাই প্রথম। তবে লকডাউন শেষ হয়ে গেলেও মাঠের বাহিরে পরিত্যাক্ত জমিতে সবজী চাষ অভ্যাহত রাখার পরামর্শ দেন অতিথিরা। তারা বলেন প্রয়োজনে শিক্ষার্থীদের দিয়ে সাপ্তাহে একদিন কিছু সময় কাজ করানোর। এতে শিক্ষার্থীরা সবজী চাষের নিয়ম শিখবে এবং বড় হয়ে চাষে উদ্বুদ্ধ হবে।
এ সময় প্রধান শিক্ষক জানান, গত জুন মাস থেকে লাল তীরের কাছ থেকে বিভিন্ন জাতের বীজ নিয়ে এই সবজি চাষ শুরু করেন। আর এই সবজি চাষ করে তিনি এলাকায় সকলের প্রশংশা পাচ্ছেন। ইতিমধ্যে সবজি উত্তোলণও শুরু করেছেন। সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও আশে পাশের লোকজনকে বিতরণ করে তারা বেশ কিছু বিক্রিও করতে পেরেছেন। তিনি জানান, শ্রমিক ও মাঠ খরচ বাদে বাকী টাকা স্কুল ফান্ডে জমা করবেন।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল জানান, শুধু সবজী নয় স্কুল বন্ধ থাকায় অবসর সময় কাজে লাগাতে বিদ্যালয়ের শিক্ষকরা বিভিণ্ন প্রজাতির দুই হাজারেও অধিক ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষ রোপন করেন।
মাল্টিমোড গ্রুফের পরিচালক তাজওয়ার এম আউয়াল জানান, লাল তীরের বীজ দিয়ে ব্যাতিক্রমী এই সবজি চাষের খবর পেয়ে তিনি ঢাকা থেকে এখানে এসেছেন। তিনি মাঠ পরিদর্শন করে তিনি খুবই খুশি। এটি সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্ঠান্ত বলে জানান তিনি।
এই মহতি উদ্যোগের জন্য লাল তীর সীডের পক্ষ থেকে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপহার তুলেদেন। এ সময় ঢাকা থেকে বিদ্যালয় পরিদর্শন করে যাওয়ার জন্য এবং বীজ দিয়ে সহায়ার জন্য মাল্টিমোড গ্রুফের পরিচালক তাজওয়ার এম আউয়াল ও পরামর্শ দিয়ে সহায়তার জন্য মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল বারী কে সম্মাননা স্মারক দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!