Logo
সংবাদ শিরোনাম :
শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৌষের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিক কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক অনুষ্ঠিত  শ্রীমঙ্গল–কমলগঞ্জের ১১৩ গির্জায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যে বড়দিন পালিত

শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত

রাজু দত্ত / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের শতাব্দীপ্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘নিমাই সন্ন্যাস’ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর এই ঐতিহ্যবাহী আয়োজনের ১১৬তম বর্ষ পূর্ণ হয়েছে।
উপজেলার উত্তর বালিগাঁও মনিপুরীপাড়ায় সকাল থেকেই মনিপুরী সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে। দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও অংশ নেন।
উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাভিত্তিক মনিপুরী নৃত্য, সংগীত এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি উৎসবস্থলকে ঘিরে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে নানা লোকজ পণ্য ও খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।

উত্তর বালিগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি মৃণাল সিংহ বলেন,
“শত বছরেরও বেশি সময় আগে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে পৌষ সংক্রান্তির দিনে নিমাই সন্ন্যাস, রাখাল নৃত্য, নৌকাবিলাস ও বেলিরাসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়। সেই ঐতিহ্য আমরা আজও নিষ্ঠার সঙ্গে লালন করে আসছি। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “‘নিমাই সন্ন্যাস’ মনিপুরী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর বৈরাগ্য গ্রহণের স্মৃতিকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়ে আসছে। এর মাধ্যমে মনিপুরীদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

মনিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক প্রভাস সিংহ বলেন, “এ ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন এই অঞ্চলের নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ। এছাড়া ভানুগাছ পৌরবণিক সমিতির সহসভাপতি কাজী মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের উৎসবে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে উত্তর বালিগাঁও মনিপুরীপাড়া এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!