কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মির্তিংগা চা বাগানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ওড়াওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝুমুর নৃত্য প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় রহিমপুর ইউনিয়নের মির্তিংগা চা বাগানে নৃত্য প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও একাডেমির অত. দা. উপপরিচালক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।
এ ছাড়াও এসময় চা বাগানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।