কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে নির্মিত গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পশ্চিম বাঘমারা সড়কে জামাল মিয়ার বাড়ীর পাশে বালিয়াছড়া খালের উপর নির্মিত গার্ডার ব্রীজ ও বাদে উবাহাটা-সরইবাড়ী সড়কে সহিদ মিয়ার বাড়ীর পাশে টেকলাছড়ার উপর নির্মিত গার্ডার ব্রিজের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উদ্বোধনের উপস্থিত ছিলেন, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাপ্পু, সদর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।