কমলকন্ঠ রিপোর্ট ।।
আজ শনিবার (১৪ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা-বাগানের ছড়ার ডুমনিয়া ঘাট নামক স্থান থেকে রামযতন রবিদাস (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তি কমলগঞ্জ উপজেলার আলী নগর চা-বাগানের বাসিন্দা শংকর রবিদাসের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল সার্কেল মোঃ আনিসুর রহমান জানান, সুরতহালে মৃতব্যক্তির শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে আসলে ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে ।
তবে প্রাথমিকভাবে জানাগেছে, মৃত রামযতন রবিদাস মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন বলে ভুড়ভুড়িয়া চা বাগানে তার পিসাতো ভাই গোবিন্দ রবিদাস জানিয়েছেন।