Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৌষের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিক কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক অনুষ্ঠিত  শ্রীমঙ্গল–কমলগঞ্জের ১১৩ গির্জায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যে বড়দিন পালিত তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ৪৬ বিজিবি হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

শমশেরনগর বাজারে ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্থ

রিপোটার : / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজারের কাঁচা বাজারের দোকানীরা সারাদিনের জমানো ময়লা আবর্জনা জমিয়ে রাখেন। সন্ধ্যার পর জমানো সে ময়লা আবর্জনা নালার মুখে ফেলে পয়নিষ্কাশন বন্ধ করে দেন। নালার মুখে আবর্জনায় তিনটি নালা দিয়ে প্রবাহিত পয় নিষ্কাশনের পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করলেও এ সমস্যার কোন সমাধান হচ্ছে না। ফলে পরিবেশ দুষণের কবলে পড়েন লোকজন।
কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ জনপদ ও ব্যবসা কেন্দ্র শমশেরনগর বাজার। এ বাজারে সপ্তাহে রোববার ও বুধবার দুটি হাটবার হলেও মূলত সপ্তাহের ৭দিনই বাজারটি ব্যস্ত থাকে বেচা কেনায়। বাজারে দুটি কাঁচাবাজার ও কাঁচা মালের পাইকারী বেশ কিছু আড়ৎ থাকায় প্রতিদিনই এসব আড়ৎ ও দোকানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা জমে। এসব ময়লা আবর্জনা ফেলার কোন নির্দিষ্ট স্থান না থাকায় দোকানীরা সারাদিন ময়লা আবর্জনা জমিয়ে সন্ধ্যার পর শমশেরনগর-কমলগঞ্জ সড়কস্থ হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের নালার মুখে ফেলে নালার মুখ বন্ধ করে দিয়েছেন। একই সাথে এ নালার ১০০ গজ পূর্বে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের সামনে ফেলেন ময়লা আবর্জনা। নালার মুখে ময়লা আবর্জনার স্তুপ থাকায় মাছ বাজার এলাকার দুটি নালা ও চৌমুহনা থেকে দক্ষিণমুখী একটি নালার পয় নিষ্কাশনের পানি জমে থাকে। গত বুধবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত হওয়া মাঝারি বৃষ্টিপাতে রাস্তারও তিনটি নালার পয় নিষ্কাশনের ময়লা পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক সময় জমা ময়লা পানি উপচে আইডিয়াল কেজি স্কুলের ভেতরেও প্রবেশ করে।
হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সালাউদ্দীন তফাদার বলেন, পাশে রয়েছে চা বাগানের প্লান্টেশন এলাকা। এ প্লান্টেশন এলাকা থেকে বৃষ্টির পানি এ নালা দিয়ে প্রবাহিত হয়। সামনে আসছে বৃষ্টির দিন। তার আগে নালার মুখটি পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পিছনে জলাবদ্ধার সৃষ্টি হতে পারে, তার সাথে তিনটি নালার পয় নিষ্কাশনের ময়লা পানি শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের একাংশ দিয়ে প্রবাহিত হবে। তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনা কমিটি, বণিক কল্যাণ সমিতি ও বাজার ইজারাদার নালার মুখে ময়লা আবর্জনা ফেলা বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছেন না।
আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক মুহিবুর রহমান বলেন, দিনের বেলা স্কুলের সামনে ময়লা আবর্জনা না ফেললেও সন্ধ্যার পর সামনের সব দোকানীরা ময়লা আবর্জনা ফেলছেন। ময়লা আবর্জনা ফেলায় সন্ধ্যার পর পথচারী মানুষজনও এ আবর্জনায় প্রশ্রাবও করেন। ফলে দিনের বেলা দুগর্ন্ধে স্কুলে বসা যায় না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনে স্কুলের পক্ষ থেকে কয়েক দফা বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও বাজার ইজারদারকে বলা হলেও স্কুলের সামনের ময়লা আবর্জনা ফেলা বন্ধেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা কোন ব্যবস্থা গ্রহন করছেন না।
শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি বাজার ইজারদারের দায়িত্ব। তারা সব সময় এ বিষয়ে ইজারাদারকে বলছেন। তিনি আরও বলেন, নালার মুখে ময়লা আবর্জনা না ফেলতে দোকানীদের বলা হয়। তারপরও তারা কেন সুযোগ বুঝে নালার মুখে ময়লা আবর্জনা ফেলেন ? তিনি দ্রুত সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
শমশেরনগর বাজার ইজারাদার মোশাহিদ আলী বলেন, দোকানীরা একটু সচেতন হলে নালায় ও স্কুলের সামনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ হবে। আর কেজি স্কুলের সামনে ময়লা আবর্জনা ফেলার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কিছুদিন পর পর তিনি এখানের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করান। ২/১ দিনের মধ্যে তিনি পরচ্ছিন্নকর্মী দিয়ে স্কুলের সামনের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, নালার মুখসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা অপরাধ। শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের নালার মুখের ও আইডিয়াল কেজি স্কুলের সামনের আবর্জনা পরিষ্কার করার কার্যকর ব্যবস্থা গ্রহনে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বণিক কল্যাণ সমিতি ও বাজার ইজারাদারকে তাগাদা দিবেন বলেও তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!