কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের কোনাগাঁও এলাকার লন্ডনী মার্কেটের পিছনের জলাশয়ে কিছুক্ষণ পূর্বে এক মৃত মহিলার লাশ ভাষতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি কমলগঞ্জ থানাকে অবগত করেন।খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ জলাশয় থেকে অজ্ঞাত ঐ নারীর মরদেহ উদ্ধার করেছে । এ রিপোর্ট রেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশের কোন পরিচয় এখনো জানা যায়নি।