কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নির্বাচনী আসনের সাংসদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির ওপর গত ২ জানুয়ারি রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ রবিবার কমলগঞ্জের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে উপজেলার মুন্সীবাজারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।হাজারো মানুষের উপস্থিতিতে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে মুন্সীবাজার কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।