Logo
সংবাদ শিরোনাম :
শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প আল্পনার সাত রঙে সেজেছে বিটিআরআই সড়ক কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে যুবদলের দোয়া মাহফিল সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মাধবপুর চা বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার সাংবাদিক তুহিন হত্যা‘র প্রতিবাদে কমলগঞ্জে মানব বন্ধন কমলগঞ্জে গলাকেটে ছাত্রদল নেতাকে হত্যা তীরের সাথে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা কমলগঞ্জে জুলাই গণঅভ্যূত্থান দিবসে আলোচনা সভা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার সড়ক দূর্ঘটনায় নিহত । কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন দারিদ্রতার বেড়াজালে বন্দী অনন্যার চিকিৎসক হওয়ার স্বপ্ন কমলগঞ্জে যুবতীর আত্মহত্যা সীমাহীন ভোগান্তিতে টমেটো গ্রাম বনগাঁও এর কৃষকরা চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনিয়মের অভিযোগ বাড়িতে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান

শ্রীমঙ্গলে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জমকালো কনসার্ট -আসছে জলের গান

রিপোটার : / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। শ্রীমঙ্গলে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গৃহীত নানা কর্মসূচী উদযাপন ও ব্যান্ড কনসার্ট আয়োজনের সার্বিক কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মাস ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে আগামী ১২ ডিসেম্বর রোববার আয়োজন করা হচ্ছে সুবর্ণজয়ন্তী কনসার্টের। তাছাড়া বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা তুলে ধরবে। সন্ধ্যার পর মঞ্চে উঠবে জলের গান ব্যান্ডদল। সুবর্ণজয়ন্তী কনসার্ট উপলক্ষে এরই মধ্যে আনুসাঙ্গিক সকল কার্যক্রমের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য শ্রীমঙ্গল থানা পুলিশ, আনসার, স্কাউট, বিএনসিসি, স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। ব্যান্ড সংগীত পরিবেশন হবে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে।

তিনি আরো বলেন, এ বছর ডিসেম্বর জুড়ে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এমন ভাবে পালন করতে চলেছি যাতে আগামী প্রজন্ম যখন স্বাধীনতার শতক উৎযাপন করবে- তখন তারা যেন আমাদের সুবর্ণ জয়ন্তী পালনের কথা স্মরণ করতে পারে।

কর্মসূচীর মধ্যে ভোরের শুরুতেই ৫০ বার তোপধ্বনি, শিশুদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও বিখ্যাত ব্যান্ডদল এবং অন্যান্য বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ‘সুবর্ণজয়ন্তী কনসার্ট।

তাছাড়াও সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান মাস্ক’ কর্মসূচির আওতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে মাস্ক বিতরণ করা হবে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, এতিমখানা, শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন এর কর্মসূচী হাতে নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শামীম অর রশিদ তালুকদার বলেন, বিজয়ের সুবর্ণ জয়ন্তী’র আয়োজন করছে উপজেলা প্রশাসন কিন্ত এটি আমাদের সকলের সুবর্ণ জয়ন্তী’ তাই শ্রীমঙ্গলের প্রত্যেক সু- নাগরিককে এগিয়ে আসতে হবে যাতে আমরা এই সুবর্ণ জয়ন্তী’ উদযাপন সুন্দর ও সফল করতে পারি। তাছাড়াও অনুষ্ঠানের নিরাপত্তার জন্য নারী- পুরুষের জন্য আলাদা বসার ব্যবস্থা, সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভি পর্যবেক্ষন, আলাদা পার্কিং ব্যাবস্থা সহ সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সাথে ভলান্টিয়ার সদস্যদের কার্যক্রমও থাকবে উক্ত অনুষ্টানে। এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!