কমলকন্ঠ ডেস্ক ।।
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।
অর্থনৈতিক, সমাজ উন্নয়ন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুসহ মোট চার ক্যাটাগরিতে সাফল্যের আলোয় নিজেকে উদ্ভাসিত করেছেন যেসব নারী, তাদের মধ্য থেকে কমলগঞ্জ উপজেলার চার জয়িতাকে (সফল নারী) নির্বাচিত করে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ` শীর্ষক কার্যক্রমের অধীনে উপজেলার চার শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চারজন জয়িতা হলেন- সফল জননী হিসেবে আদমপুর ইউনিয়নে ভাগ্যবতী সিনহা , অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আদমপুর ইউনিয়নের রোমানা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এমন নারী হিসেবে শমশেরনগর ইউনিয়ন পরিষদের আশা অর্ণাল, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মেরী রাল্ফ ।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, সাব ইন্সপেক্টর অনিক দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জনকে জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও চাদর প্রদান করা হয়।