Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৌষের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিক কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক অনুষ্ঠিত  শ্রীমঙ্গল–কমলগঞ্জের ১১৩ গির্জায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যে বড়দিন পালিত তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল

অকাল বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা

রিপোটার : / ৩৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

কমলগঞ্জ উপজেলায় নিম্নচাপের প্রভাবে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান ও রবি ফসল নিয়ে বিপাকে কৃষক। বৃষ্টির কারণে অনেক কৃষক জমি থেকে শেষ সময়ের আমন ধান উত্তোলন করতে না পারায় দুঃশ্চিন্তায় আছেন। কৃষকরা জানান, এখন আমন উত্তোলনের শেষ সময়ের ধুম চলছে। কিন্তু নিম্নচাপের কারণে গেল তিন দিনের বৃষ্টিতে ধান কাটা, মাড়াই, ধান শুকানোতে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে তাঁদের খেতের আমন পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। শুধু আমন ধান নয়, রবি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে আরও দুদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি বছরে কমলগঞ্জ উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। কৃষকেরা প্রায় ৬০ শতাংশ ধান ঘরে তুলেছেন। এছাড়াও ১৫৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও ৫২৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে ধানের তেমন ক্ষতি না হলেও তবে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কৃষক শাকের আলী বলেন, আমি ৪ একর জমির মধ্যে ২ একর আমন ধান ঘরে তুলেছি। আরও দুই একর জমি কর্তন করার বাকি রয়েছে। বৃষ্টির কারণে গেল দুইদিন ধরে ধান ঘরে তুলতে পারছিনা। জানিনা কি পরিমাণ ক্ষতি হবে।

পতনঊষার ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন বলেন, ১ একর জমির ধান বৃষ্টির জন্য মাড়াই করে বাড়িতে আনতে পারেনি। এরকম যদি আরও কয়েকদিন বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন এইরকম বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টির সাথে সাথে শীতের তীব্রতাও বৃদ্ধি পেতে পারে।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান জানান, বৃষ্টির কারণে আমন ধানের তেমন কোন ক্ষতি হবেনা। অতিরিক্ত ভারি বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে শীতকালীন সবজি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!