কমলকন্ঠ ডেস্ক ।।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়েছেন।
জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন- আপনারা যারা বিগত আন্দোলনে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, জেল জুলুম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে প্রাধান্য দিয়েই আগামিতে আমরা কমিটি করবো। তারেক রহমানের নির্দেশ এক বিএনপি এবং অভিন্ন বিএনপি। ঐক্যবদ্ধ বিএনপি কেউ ভিতরে কেউ বাইরে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ পূর্বে কেউ পশ্চিমে থাকার কোন সুযোগ নেই।
মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ ১৭ বছর পর আজ শনিবার (৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
দুপুর একটা থেকে উপজেলার ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে মুখরিত করে সমাবেশস্থলে আসেন। কর্মী সমাবেশটি বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমূদ্রে রুপান্তরিত হয়।
সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান (হাজী মুজিব),মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া, আবেদ রাজা, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমূখ।
কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেস চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন।
বক্তারা বলেন- দেশ এখন এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামীলীগ ও এর দোসরদের অব্যাহত ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে দেশের জনগনের পাশে থাকতে হবে। মনে রাখতে হবে গ্রুপিং করে দলের বদনাম ছাড়া কিছু অর্জন করা সম্ভব নয়। দিন শেষে আমরা সবাই বিএনপি’র কর্মী, সেটা মাথায় রেখে ঐক্যবদ্ধ ভাবে দেশ বিরোধি সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।