কমলকন্ঠ রিপোর্ট ।।
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক জন নিহত এবং রাসেল মিয়া (২০) নামে একজন গুরুতর আহত ছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার(৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক এলাকায় ।
নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন আওলাদ ও রাসেল। এসময় অজ্ঞাত একটি গাড়ি সরাসরি এসে ধাক্কা মেরে ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু চন্দ্র মো. আওলাদ হোসেন (২০) কে মৃত ঘোষণা করেন এবং অপর যুবক রাসেলেরে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যুর ও অপর ১ যুবক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় পালিয়ে যাওয়া গাড়িকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।