কমলকন্ঠ ডেস্ক ।।
৫৬ জাতের তরকারি দিয়ে এ যেন ভোজনের এক মহা আয়োজন। ৫৬ জাতের তরকারিতে আছে ৫৬ জাতের শাকসবজি।সঙ্গে হাজার কেজি চাউল দিয়ে রান্না করা হয়েছে পুষ্পান্ন। খাবার খেয়েছেন প্রায় ১ হাজার মানুষ। দৃশ্যটি কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট মন্দিরে ।
অন্নকূট মহোৎসব উদযাপন পরিষদের আয়োজনে চলছে অন্নকূট উৎসব। যেখানে অর্ধ শতাধিক জাতের তরকারি দিয়ে ভোজন করেছেন হাজার খানেক পূণ্যার্থী। ভানুগাছ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট মন্দিরে শনিবার (১৮ নভেম্বর) ভোরে মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরুপূজা শেষে, উলুধ্বনি, হরিধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে শ্রীমান নিমাই শ্যামসুন্দর দাস (নীরোদ প্রভূ) আগত পূণ্যার্থীদের প্রবচন শোনান। দিনভর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
হিন্দু পুরাণ মতে, দ্বাপর যুগের শেষ ভাগে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যখন এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের ন্যায় লীলা বিলাস করছিলেন। তখন একদিন তিনি দেখলেন ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য একটি যজ্ঞের আয়োজন করেন। কিন্তু, তাদের সে আয়োজনটি ছিল নিরর্থক। শ্রীকৃষ্ণ তাদেরকে গিরিরাজ গোবর্ধ্বনকে পূজা করতে বলেন। সেই থেকে এই গোবর্ধ্বন পূজা বা অন্নকূট মহোৎসব পালন হয়ে আসছে।