কমলকন্ঠ রিপোর্ট ।।
আজ ৯ নভেম্বর চা ছাত্র যুব পরিষদের উদ্যোগে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী চা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার সরঞ্জাম বোর্ড, কলম,পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি বিতরণ হয়। চা ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক বাবু সৌরভ বীনের সভাপতিত্বে কানিহাটি চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বাবু সুদর্শন তেলী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগ সহঃসভাপতি বাবু স্বপ্ন মূর্ধা ।
চা ছাত্র যুব পরিষদের সহ- সভাপতি দিপন মূর্ধা এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সম্পাদক বিশাল শীল, রাজঘাট চা বাগানের অনুকুল শীল, কার্ত্তিক রিকিয়াশন, সংগঠনে প্রচার সম্পাদক, লক্ষিন্দর মৃধা, সাগর গোয়ালা সহ বিভিন্ন বাগান থেকে আগত ছাত্রছাত্রী বৃন্দ। উল্লেখ্য যে, কমলগঞ্জের স্বনামধন্য সমাজ কল্যান সংগঠন “আলোর দিশারী” র পক্ষ থেকে দেওয়া এসব শিক্ষা উপকরণ লিটন মৃর্ধা‘র সহযোগীতায় বিগত ২০১৬ সাল থেকে ৫ ম,৮ ম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে আসছে চা ছাত্র যুব পরিষদ ।