কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় আজ চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে প্রায় এক ঘণ্টার মতো সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো।
বুধবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি পিছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়।