কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জে জাতীয় যুব দিবস -২০২৩ উপলক্ষে যুব র্যালী,যুব ঋন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুর বেলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য যুব র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহঃ যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম , কমলগঞ্জ পৌর মেয়র জনাব জুয়েল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ ভূইয়া প্রমুখ ।
আলোচনা শেষে যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থদের মধ্যে সনদপত্রে বিতরন করা হয় ।