কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জে “কাব স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে ৪ দিনব্যাপী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ উপজেলা স্কাউটসের সভাপতি, ক্যাম্প চীফ ও উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মো: মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আছলম ইকবাল মিলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মোঃ ফয়জুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও স্কাউটস্ পতাকা উত্তোলন করা হয়। এতে ২০টি ইউনিটের ১২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।