কমলকন্ঠ ডেস্ক ।। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে প্রথমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় , রাজনগরের আইডিয়াল হাই স্কুল ও কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয় । এতে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদরাসার এক হাজার ছয়শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিগত একমাস ধরে প্রথমবারের মতো কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়। তিনটি ক্যাটাগরিতে মোট একশত শিক্ষার্থীকে মেধাবৃত্তি বাবদ নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হবে।
এছাড়া, পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীকে প্রদান করা হবে একটি ল্যাপটপ।