কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সহকারী দলিল লেখক সমন্বয় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের মুহুরীর লাইব্রেরীতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক পদে মো. ইজ্জাদুর রহমান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন :- মো. সামছুল আলম (সহঃ সভাপতি), মো. মুহিবুর রহমান (সহঃসভাপতি) ও বিজিত রঞ্জন দত্ত (সহঃসভাপতি) , মো. ফজলে এলাহি অপু ( সহ-সাধারণ সম্পাদক), মো. জয়নাল আবেদীন (যুগ্ন সাধারণ সম্পাদক), মো. সোয়েব আহমদ ( সাংগঠনিক সম্পাদক) , সুনীল কুমার সিংহ ( সহ সাংগঠনিক সম্পাদক), মো. কদ্দুছ খান (অর্থ সম্পাদক), মো. নাজমুদ্দিন চৌধুরী (অফিস সম্পাদক) ও মো. আব্দুস সালাম ( প্রচার-প্রকাশনা সম্পদক) এবং কমলগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের অন্যান্য সকল দলিল লেখকদের কমিটিতে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
নব নির্বাচিত সভাপতি মো. ফজলু মিয়া তার প্রতিক্রীয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, -“দীর্ঘ ১০ বছর যাবত আমরা বৈষম্যের শিকার ছিলাম। বৈষম্যতা দুরীকরনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। ” সুন্দর ভাবে কার্যক্রম চালিয়ে যেতে তিনি সকলের সহযোগিতা কামন করেছেন।