কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় দ্রুতগামী একটি নোহা গাড়ির ধাক্কায় আহত শ্যামলা মালাকার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত শ্যামলা মালাকার উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রভাত মালাকারের মেয়ে।
গত শুক্রবার দুপুরে মৌলভীবাজার – কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় দ্রুতগামী একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলা মালাকারকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেল ৩ টায় তার মৃত্যু হয়।