কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড করেছে কমলগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি বিভাগ ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে কমলগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মাঠে উপজেলা আনসার-ভিডিপি বিভাগের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্টিত হয়।
আনসার ভিডিপি প্রশিক্ষক মো: জাহেদ এর সঞ্চালনায় উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক পিন্টু দেবনাথ,সালাহউদ্দিন শুভ, উপজেলা আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও কমলগঞ্জ উপজেলার ১৬৩ টি পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়জিত আনসার-ভিডিপি বাহিনীর সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।