কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, র্যালী, আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশু/কিশোরদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন।
শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সাংবাদিক শাহীন আহমেদ, ইঞ্জিনিয়ার বেলাল চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি- হামিম মাহমুদ, সাধারণ সম্পাদক- আশরাফুল হাসান পাপ্পু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে শিশু/কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ ও ৩ শত গাছের চারা বিতরণ করা হয়। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।