রতন দত্ত, ষ্টাফ রিপের্টার ।।
আসন্ন “শারদীয় দূর্গাপূজা ২০২৩” সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উৎযাপনের লক্ষ্যে “কমলগঞ্জ সদর ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি”র সভার আয়োজন করা হয়। আজ ১৫ অক্টোবর বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টি উক্ত সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হান্নান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ রায় । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, প্যানেল চেয়ারম্যান সোলেমান হোসেন ভুট্টো, ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এস আই হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ ।
ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রাজন দত্ত রাজুর সঞ্চালনায় উক্ত সম্প্রীতি সভা আসন্ন “শারদীয় দূর্গাপূজা ২০২৩” সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উৎযাপনের লক্ষ্যে করণীয় বিষয় সম্পর্কে আলোচনায় অংশ নেন ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ ।