বিশ্বজিৎ রায় ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলেন।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান ওসি সঞ্জয় চক্রবর্তী’র হাতে ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া গাঁজা, ইয়াবা, চোরসহ চোলাই মালামাল উদ্ধার, মদ কু-খ্যাত ডাকাত গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ মাসে মৌলভীবাজার জেলায় পুরস্কৃত হলেন ওসি সঞ্জয় চক্রবর্তী।
এবিষয়ে ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, আমার থানার প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকতা নিয়ে কাজ করে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হওয়ায় মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ।