তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কমলগঞ্জের কুমড়াকাপনে হুমায়ুন কবীর (২৩) নামে এক যুবক গত ১৯ আগষ্ট সকাল সাড়ে ৮টার দিকে খুন হন নিজ বাড়ীর সামনে । ঘটনার পর খুনী সায়েদ ও তার দুই সহযোগী গা ঢাঁকা দেয় । এ ঘটনার পর নিহত হুমায়ুনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে গত ২২ শে আগষ্ট ২০২৪ কমলগঞ্জ থানায় খুনী সায়েদ সহ ৩ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । ( মামলা নং- ১০, তারিখ- ২২/৮/২০২৪ ইং)।
মামলা দায়েরের পর নড়েচড়ে বসে কমলগঞ্জ থানা পুলিশ । আসামীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায় । এরই এক পর্যায়ে গত ১০ সেস্টেম্বর সাব-ইন্সপেক্টর জিয়াউল ইসলামের নেতৃত্বে কমলগঞ্জ থানাপুলিশের ৩ সদস্যের একটি টীম চট্টগ্রামের পতেঙ্গা মেট্রোপলিটন থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ আসামী খুনীকে খুনী সায়েদের ভাই রমজান মিয়া (২৫) ও পিতা জয়নাল মিয়া (৫৫) আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে । আটককৃতদের গত ১১ সেপ্টেম্বর আদালতে সোপর্ করেছে কমলগঞ্জ থানা পুলিশ ।
এদিকে মামলার দুই আসামী ধর পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত হুমায়ুনের পরিবার । তাদের দাবী পুলিশ যেন দ্রুত মামলার প্রধান আসামী খুনী সায়েদকে খুজেঁ বের করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় ।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই জিয়াউল ইসলাম জানিয়েছেন, , প্রধান আসামী খুনী সায়েদকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। খুব শিঘ্রই তাকে আইনের আওতায় আনতে পারবেন বলে তিনি আশাবাদী ।