কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন সম্মেলেন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করেত আলোচনা করেন জেলা আইনশৃংখলা কমিটির সদস্যা।