কমলকন্ঠ ডেস্ক ।।
আজ (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন ।
প্রথম ঘটনাটি ঘটে সকাল ১১টায় উপজেলার কমলগঞ্জ – শমসেরনগর সড়কের কামোদপুর এলাকায়। শ্রীমঙ্গল সড়কের কামুদপুর এলাকায় সিএনজি ও পিকাপ ভ্যানের মধ্যে । দ্বিতীয় ঘটনাটি ঘটে দুপুরে কমলগঞ্জ -শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় বাস ও পিকাপ ভ্যানের মধ্যে । এদু’টি মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পিন্টু দেবনাথ,পিকাপ চালকসহ ৫ জন আহত হয়েছেন বলে জানাগেছে ।আহতরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ।