কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত লোকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল থেকে লন্ডণ প্রবাসী আজমল হোসেন রাজনের অর্থায়নে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ কমলগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ ।