কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জে বন্যায় আক্রান্ত ১শতাধিক ৫০ পরিবারে শুকনো খাবার বিতরন করা হয়েছে। শুক্রবার, দুপুরে সোসাইটি ফর হেল্পলেস হিউম্যান এন্ড ন্যাচার বর উদ্যোগে উপজেলার কুরমা বাগান ধলাইপাড় এলাকায় এ খাবার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটি ফর হেল্পনেস হিউম্যান ন্যাচার এর প্রতিষ্ঠাতা সভাপতি সনাক সদস্য জিডিশন প্রধান সুছিয়াং,সদস্য সচিব আব্দুর রহিম শাহেদ, সদস্য রাজিব সরকার, দেলোয়ার হোসেন, মো, ইব্রাহিম মিয়া, শাহানাজ আক্তার, নিজু, সাথী, বিশ্বজিৎ, দোলন ও জুবায়ের প্রমুখ। সোসাইটি ফর হেল্পলেস হিউম্যান এন্ড ন্যাচার নামক এই সামাজিক সংগঠন সংগঠন টি পরিবেশ এবং অসহায় মানুষদের কল্যাণের জন্য কাজ করে।