কমলকন্ঠ ডেস্ক ।। আসন্ন কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ কে সামনে রেখে কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।
আজ ১৭ ই আগষ্ট শনিবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বর্তমান সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনা করা । পরে দ্বিতীয় অধিবেশনে সিনিয়র সাংবাদিক অলক দেবের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আগামী তিন মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয় । এই কমিটির মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহ, যাচাই বাছাই ও ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্য্য সম্পাদন শেষে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন পরিচালনা করবে ।
সভায় সর্ব সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে বিগত কার্যকরী কমিটির সদস্য এম,এ ওয়াহিদ রুলু‘কে আহবায়ক এবং সাধারণ সদস্য আহমেদুজ্জামান আলমকে সদস্য সচিব করা হয়েছে ।