কমলকন্ঠ ডেস্ক ।। কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপির একাংশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
এদিকে সভাপতি গোলাম কিবরীয়া শফি ও সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরীর নেতৃত্বে বিএনপির অপরাংশ ভানুগাছ চৌমুহনীতে অবস্থান কর্মসূচি পালন করে।
ছাত্র-জনতার উপরগুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।