Logo
সংবাদ শিরোনাম :
শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৌষের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিক কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক অনুষ্ঠিত  শ্রীমঙ্গল–কমলগঞ্জের ১১৩ গির্জায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যে বড়দিন পালিত

সর্বনাশা বালিয়াছড়ার ভাঙ্গা বাঁধের কারণে হাহাকার কমলগঞ্জ ইউনিয়নের ৪ গ্রামে

রিপোটার : / ৩৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

রাজু দত্ত ,বিশেষ প্রতিনিধি ।।

গত ক‘দিনের টানা বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত পাহাড়ী খরস্রোতা বালিয়া ছড়ার পুরনো ভাঙ্গন মেরামত না হওয়ায় ভাঙ্গন দিয়ে প্রবেশ করা ঢলের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় গত ৩ দিন ধরে পানিবন্দী হয়ে পড়েছেন ৪টি গ্রামের কয়েক হাজার লোক। পানির নীচে তলিয়ে গেছে যোগযোগ রক্ষাকারী গ্রাম্যসড়ক ও কৃষকের বীজতলা। কৃষি নির্ভর এই চার গ্রামের লোকজন ইতিমধ্যে যে টুকু জমিতে আউশ ধান রোপন করেছিলেন তা পানিতে নিমজ্জিত থাকায় এখন চোখে সর্ষে ফুল দেখছেন তারা। ধার-দেনা করে চাষাবাদে যে অর্থ ব্যয় হয়েছে তা পুষিয়ে নিতে পারবেন কিনা সেই চিন্তায় কৃষকরা চিন্তিত।

পানিবন্দী বাড়ীগুলোর বাসিন্দারা অনাহারে অর্ধাহারে  দিন কাটালেও সরকারী কিংবা বেসরকারী পর্যায়ের কোন ত্রাণ তৎপরতা এই গ্রামগুলোতে চোখে পড়েনি। দূর্গত মানুষের খোজ খবরও এখন পর্যন্ত নেয়নি কেউ। এই গ্রামগুলোকে দূর্গত এলাকা ঘোষনাসহ অবিলম্বে বালিয়াছড়ার ভাঙ্গন মেরামতের দাবী জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী।

এলাকায় সরেজমিনে পরিদর্শণে গেলে আলাপ হয় উত্তর বালিগাওঁ গ্রামের কৃষক রামানন্দ বাবুর সাথে। তিনি বলেন, ‘বালিয়া ছড়া এখন আমারার লাগি এক অভিষাপে পরিনত অইছে। প্রত্যেক বছর বালিয়াছড়ার দুই পারর গ্রাম অকলর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হই। আগর বছরর লাখান এবারও আমারর বাড়িঘর বন্যার পানি ডুকিয়া হকলতা নষ্ট করিলাইছে। লগেবগে  আউস ধানর ক্ষেতটাও এবার শেষ । ধারদেনা করিয়া থুড়া জেগা ক্ষেত করছিলাম, মাইলে নেওরা  বন্যায় হকলতা লইয়া গেছেগি। অখন যে আমি কিলা চলতাম,কুন্তা চিন্তা করিয়া পারাম না।’

কৃষক বিপুল কুমার সিংহ বলেন, ‘বান ভাঙ্গা থাকায় থুড়া মেঘ দিলেই পানি ঢুকি যায়, হকলতা ডুবাইলায়, কোন দিন যে আমার কপাল থাকি এই কষ্ট দূর অইবো জানিনা।’

এদিকে পানিবন্দী জামাল মিয়া বলেন,  অখলবায় রিলিফ বাটা হয় কিন্তু আমরারে রিলিফতো পরর কথা কেউ দেখরাওনা আইয়া, আমরা অতউ কপালপুড়া। 

এ ব্যাপারে ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টো জানিয়েছেন, তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর ২ বার বাঁধ মেরামত করিয়েছেন। ছড়ার গভীরতা হ্রাস পাওয়ায় মোরামতকৃত বাধঁ ঠিকছে না। এখানকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সরকারী উদ্যোগে ছড়াটি খনন করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান  বলেন, ‘আমি মেম্বার থাকা অবস্থায় ২বার এবং চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আরও  ২ বার ইউনিয়ন পরিষদের তহবিল থেকে বালিয়াছড়ার বাধঁ পুনঃনির্মান করিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। কারন ছড়ার ভাটিতে দীর্ঘ্য কয়েক বছর ধরে ছড়া খনন হয়নি যার কারনে প্রতিবছর ছড়ার বাঁধে ভাঙ্গঁন দেখা দেয় । ছড়াটি খননের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে একাধিকবার লিখিতভাবে দাবী জানিয়েছি, উপজেলা পরিষদের সমন্বয় সভায়ও বিষয়টি কয়েকবার উত্থাপন করেছি কিন্তু  ছড়াটি খননের বিষটির অদ্যাবধি কোন সুরহা পাইনি।

বন্যাকবলিত বালিগাঁও ও তার আশেপাশের গ্রামগুলোকে দূর্গত এলাকা ঘোষনাসহ অবিলম্বে বালিয়াছড়ার ভাঙ্গন মেরামতের মাধ্যমে এলাকাবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!