কমলকন্ঠ রিপোর্ট ।।
ইউনিসেফ এর সহায়তায় এডাব এর স্হানীয় সহযোগী সংস্থা সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা কমলগঞ্জ উপজেলায়কোভিট ১৯ প্রতিরোধে সচেতনতা ও টিকা গ্রহনে প্রচারণা মূলক মাইকিং করা হচ্ছে।
সোমবার দিনব্যাপী উপজেলায় বিভিন্ন এলাকায় সরকারি প্রচারনার সাথে এ প্রচারনা চালানো হয়। প্রচার কার্যক্রমে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব,এডাব এর আইএসপি রোকসানা আক্তার, সৃষ্টির সেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।