কমলকন্ঠ ডেস্ক ।।
ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষন ও উজানের পাহাড়ি ঢলে আজ মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দেয়ায় প্লাবিত হয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা । বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার ৪টি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের রাস্তাঘাট, বাড়ীঘর, ক্ষেতের শাকসব্জী, মোরগ ও মাছের খামার এবং জমির পাকা বোরো ধান ।
কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের রহিমপুর ইউনিয়নের চাঁনপুর, কুশালপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও নারায়নপুরে বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে। ধলাই নদীর আরও ৬টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়াও ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষনে নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর এলাকায় ধলাই নদীর সংযুক্ত ড্রেন দিয়ে পানি প্রবেশ করে পৌরসভার ৫নং ওয়ার্ডের পানিশালা এলাকার বসতবাড়ি, ডাকবাংলো, কালীবাড়ী, কমলগঞ্জ বালিকা বিদ্যালয় ও কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পানি প্রবেশ করছে। পানিতে তলিয়ে গেছে আদমপুর ও আলীনগর ইউনিয়নের হাওরাঞ্চলও।এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর সহকারী প্রকৌশলী সাকিব আহমেদ ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায় নদী ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ধলাই নদীর পানি বিপদ সীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, একটি স্থানে ভাঙ্গনের খবর পেয়েছি। তাছাড়া ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলি সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে।