কমলকন্ঠ রিপোর্ট ।।
শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধু। শনিবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার ২ নং ওয়ার্ডের কালীঘাট রোড থেকে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ডর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ তানিয়া আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধু জানান, আজ থেকে আমরা এ কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হবে।