Logo
সংবাদ শিরোনাম :
শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প আল্পনার সাত রঙে সেজেছে বিটিআরআই সড়ক কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে যুবদলের দোয়া মাহফিল সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মাধবপুর চা বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার সাংবাদিক তুহিন হত্যা‘র প্রতিবাদে কমলগঞ্জে মানব বন্ধন কমলগঞ্জে গলাকেটে ছাত্রদল নেতাকে হত্যা তীরের সাথে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা কমলগঞ্জে জুলাই গণঅভ্যূত্থান দিবসে আলোচনা সভা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার সড়ক দূর্ঘটনায় নিহত । কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন দারিদ্রতার বেড়াজালে বন্দী অনন্যার চিকিৎসক হওয়ার স্বপ্ন কমলগঞ্জে যুবতীর আত্মহত্যা সীমাহীন ভোগান্তিতে টমেটো গ্রাম বনগাঁও এর কৃষকরা চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনিয়মের অভিযোগ বাড়িতে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান

বন্যার ধকল কাটিয়ে উঠতে পারবেন তো কমলগঞ্জের টমেটো চারা উৎপাদনকারীরা !

রিপোটার : / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

টানা বর্ষণ ও সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে ‘গ্রাফটিং পদ্ধতিতে উৎপাদিত টমেটোর চারার। বন্যায় পানিতে উপজেলার আদমপুর, মাধবপুর, আলীনগর,ও কমলগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ৫ একর জমিতে ফলনকৃত গ্রাফটিং পদ্ধতির টমেটো চারা তলিয়ে যায়। ফলে বিরাট অংকের ক্ষতির মুখে পড়েছেন এসব এলাকার অর্ধ শতাধিক চারা উৎপাদনকারী উদ্যোক্তা । যাদের অনেকেই তাদের এই কৃষি খামারগুলি পরিচালনা করছেন বিভিন্ন ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নিয়ে । পুরনো ঋণের টাকা পরিশোধ করে নতুন করে আবার তাদের ক্ষতিগ্রস্থ খামার গুলিকে কিভাবে আবার দাড় করাবেন সেই চিস্তায় এখন দিশেহারা হয়ে পড়েছেন উদ্যোক্তারা।

এদিকে খামার গুলিতে চারা উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় উৎপাদনের কাজে নিয়োজিত থাকা পাঁচ শতাধিক শ্রমিক এখন বেকার অবস্থায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। অপরদিকে এই গ্রাফটিং পদ্ধতির চারা কিনে যে সকল টমেটোচাষী তাদের জমিতে আগাম টমেটো চারা লাগিয়েছিলেন তারাও হয়েছেন সর্বশান্ত । এসব মিলিয়ে এবারের বন্যায় এই টমোটো ফসলের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা ।
‘গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদনে’ কমলগঞ্জ উপজেলার একজন সফল উদ্যোক্তা আং করিম সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানান, বন্যায় পানিতে শুধুমাত্র তার খামারের ১২০শতক জায়গার ফলনকৃত দেড় কোটি টাকার গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা বিনষ্ট হয়েছে । তার খামারের উৎপাদিত উৎপাদিত চারা নিজ জেলার চাহিদা মেটানোর পাশাপাশি দেশের আরো আট থেকে দশটি জেলায় সরবরাহ করে থাকেন । অনেকেই মৌসুম শুরুর আগেই চারার সংখ্যা জানিয়ে অর্ডার দিয়েছিলেন। বন্যায় চারা বিনষ্ট হয়ে যাওয়ায় তাদেরকে সময়মতো সরবরাহ করতেও পারবো না। এতে এবছর টমোটোর উৎপাদনে ঘাটতি ও বিলম্বিত উৎপাদনের ক্ষতিগ্রস্থ হবেন কৃষকরা । সরকারী সহযোগীতা না পেলে তারা আবার উঠে দাঁড়াতে পারবেন না । তাই তাদের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে হলে অনতিবিলম্বে উদ্যোক্তাদের পুরনো ঋণের সুদ মওকুফ ও নতুন করে সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে বিধ্বস্থ অর্থকরী এই কৃষি খাতকে র্পূণজীবিত করা প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন ।

আলাপকালে আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আং করিমসহ ক্ষতিগ্রস্থ সকল উদ্যোক্তাকে সব ধরনের সহযোগীতা করা হবে।
       কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন গ্রাফটিং চারার খামার পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ উদ্যোক্তারা যাতে করে তিনি পুনরায় ঘুরে দাড়াতে পারেন তার জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন।




আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!