কমলকন্ঠ ডেস্ক ।।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মণিপুরী ললিতকলা একাডেমীর উপ-পরিচালক (অ;দা) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক, গণমাধ্যমকর্মী ড,এড আবু তাহের,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিমাই সিংহ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাবুজ্জামান শাওন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক নির্মল এস পলাশ। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে একাডেমির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, আবৃত্তি,সংগীত, নাটক পরিবেশন করা হয়।