মোঃ মালিক মিয়া, বিশেষ প্রতিনিধি :: জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) সিলেট বিভাগীয় কমিটি (২০২৫–২০২৭) ঘোষণা করেছে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। নতুন এই কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক পদে স্থান পেয়েছেন জাতীয় দৈনিক জনতা ও সিলেটের দৈনিক যুগভেরী পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি, অনলাইন দৈনিক কমলকন্ঠ এর সম্পাদক এবং অনলাইন পত্রিকা কমলগঞ্জ বার্তার সম্পাদকমন্ডলীর সভাপতি কমলগঞ্জের বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ রায় । ইতিপূর্বে তিনি জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ উপজেলা ইউনিটের আহবায়ক ছিলেন এবং পরবর্তীতে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা ইউনিটের সিনিয়র সহঃসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি কয়েকবার কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসাবেও দ্বায়িত পালন করেছেন ।
বিভাগীয় কমিটিতে তার অর্ন্তভূক্তিতে জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের আহবায়ক আমিনুল ইসলাম হিমেল ও সদস্যসচিব রাজু দত্ত এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত এই বিভাগীয় কমিটিতে বিশ্বজিৎ রায়ের মতো একজন দক্ষ অভিজ্ঞ, কর্মঠ অগ্রজ সাংবাদিককে অর্ন্তভূক্তি কমলগঞ্জ তথা গোটা মৌলভীবাজার জেলার সাংবাদিক সমাজে নতুন সঙ্ঘবদ্ধতা ও পেশাদারিত্বের প্রত্যাশা জাগিয়েছে।
নবগঠিত এই বিভাগীয় কমিটি সিলেট অঞ্চলে তথ্যপ্রবাহের মানোন্নয়ন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে উৎসাহ প্রদান, নারী সাংবাদিকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি সুনিশ্চিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।