কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ডা. আব্দুল মতিন ও কোহিনুর বেগম ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রয়াত সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল মতিনের ছেলে-মেয়েদের উদ্যোগে গঠিত আব্দুল মতিন ও কোহিনুর বেগম ফাউন্ডেশনের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. এ এ মতিনের ছেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাঈফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, মুজিবুর রহমান, ডা. এম এ মতিনের মেয়ে ডা. রাবেয়া বেগম ও তার বড় ছেলে শরীফ আহমেদ।
পরে এ ফাউন্ডেশনের আয়োজনে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক রাবেয়া বেগম, মনোরোগ বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ, মেডিক্যাল অফিসার ডা. শারমিন ও ডা. মো. ফয়সাল আহমেদ।