কমলকন্ঠ ডেস্ক ।। “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৬ অক্টোবর শুক্রবার মৌলভীজার জেলার কমলগঞ্জে পালিত হয়েছে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩” ।
দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনাসভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্টান ।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথিহিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম প্রমুখ ।
আলোচনা সভা শেষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩” উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন এর কৃতিত্ব অর্জন এর স্বীকৃতিস্বরুপ কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর ইউনিয়ন ও মাধবপুর ইউনিয়ন পরিষদ, মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ কে পুরস্কৃত করা হয় । এক্ষেত্রে ১ম স্থান অধিকার করেছে ৮ নং মাধবপুর ইউপি ।