মোঃ মালিক মিয়া ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল কর্তৃক আয়োজিত বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
নব প্রতিষ্ঠিত শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী’র নেতৃত্বে ও যুগ্ম সদস্য সচিব হেলাল উদ্দিনের সমন্বয়ে ডাক্তার গৌরব পাল, ডাক্তার শোভন সেন, ডাক্তার সুদীপ কুমার সিনহা, বিমল পাল, সনজিত সিং ও লিলি রানী দাশ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।
শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা কমলগঞ্জ দাখিল মাদরাসায় বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম, মঈনুল ইসলাম খাঁন, এ.কে.এম জিল্লুল হক, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, ডাক্তার কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মো: আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভা এবং সদর ইউনিয়নের ৫শতাধিক মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এছাড়াও পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উদ্বোধনী বক্তব্যে বলেন, সরকারী সাহায্যের পাশাপাশি বিভিন্ন সংগঠন বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। এর মাঝে শমশেরনগর হাসপাতাল মেডিক্যাল টিম বিভিন্ন এলাকা ঘুরে স্বাস্থ্য সেবার কাজ করছে। তা প্রসংশার দাবি রাখে।
মেডিকেল ক্যাম্প বিষয়ে বিভিন্ন বিষয়ে জেনে নিয়ে অভিমত প্রকাশ করে পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী বলেন, আমি শমশেরনগর হাসপাতালের কার্যক্রম সম্পর্কে যতটুকু জেনেছি বা জানতে পেরেছি, তা খুব প্রশংসনীয়। আগামীতে আমিও এসব কার্যক্রমে যুক্ত থাকতে চাই।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রবাসীদের সহায়তায় করা হয়েছে অলাভজনক শমশেরনগর হাসপাতাল। এ দায়িত্বের অংশ হিসেবে শমশেনগর হাসপাতাল মেডিক্যাল দল এ বন্যায় সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে বিনামূল্যে ঔষধ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।