মোঃ মালিক মিয়া ।। কমলগঞ্জে বিশিষ্ট সমাজসেবক ও প্রথম শ্রেণির ঠিকাদার সজ্জাদ পারভেজ (মনি) ও মো. মোশারফ হোসেনের স্বপরিবারে কানাডা গমন উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্টান গত বুধবার (৪ সেপ্টেম্বর ) রাত ৮ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্টানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন । অনুষ্টানে প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেওয়া হয় ।
সভায় কমলগঞ্জে বিশিষ্ট সমাজসেবক ও প্রথম শ্রেণির ঠিকাদার সজ্জাদ পারভেজ (মনি) ও মো. মোশারফ হোসেন বলেন, প্রেসক্লাবের উন্নয়নে তাঁরা অতীতেও প্রেসক্লাবের পাশে ছিলেন, আগামীতেও প্রেসক্লাবের পাশে থাকবেন।