কমলকন্ঠ রিপোর্ট ।।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভার মধ্যে ৪টি পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া। ডিসেম্বরের মধ্যে এসব পৌরসভার নির্বাচন সম্পন্ন হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এসব পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে হাজারো সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। নির্বাচনকে সামনে রেখে কাজ করছেন নিজ নিজ ওয়ার্ডে। বৈশ্বিক মহামারীতে বিভিন্ন সাহায্য নিয়ে পাশে দাঁড়াচ্ছেন লোকজনের। তারা কারোনাকালে স্থানীয় লোকজনের সেবার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন পৌরসভাগুলো হল- মৌলভীবাজার সদর, কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা।
এর মধ্যে ৪টি পৌরসভার মেয়র পদে মাঠে রয়েছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী। মাঠে বেশিসংখ্যক প্রার্থী তৎপর হলেও ভোটযুদ্ধে এই সংখ্যার এক-তৃতীয়াংশ থাকবে না। কারণ ২০১৫ সালের ডিসেম্বরে দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন করেন মেয়র প্রার্থীরা। এবারও সম্ভাব্য মেয়র প্রার্থীদের ভোটযুদ্ধে নামার আগে দলীয় মনোনয়ন লাভের লড়াইয়ে নামতে হবে। প্রতিটি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন। তাদের অনেকেই দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন থেকে সরে যাবেন। এর মধ্যে কয়েকজন বিদ্রোহী প্রার্থী হতে পারেন।
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদেও দুই শতাধিক নারী মাঠে কাজ করছেন। সবার লক্ষ্য একটাই- আসন্ন পৌরসভা নির্বাচন।