কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে ২৮০ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ আব্বাস মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।
সোমবার (৩০ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গুলের হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্বাস মিয়া কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিন গুলের হাওর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘ দিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।